নাগরিক সংগঠন জনউদ্যোগ ও নাগরিক মঞ্চের উদ্যোগে শনিবার সকালে গাইবান্ধা ঘাঘট লেক দখলমুক্ত ও সদর হাসপাতালের অনিয়ম, দুর্নীতি বন্ধসহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে নাট্য সংস্থার সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের আহবায়ক এ্যাড সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগ ও নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবতী, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী সাবেক কাউন্সিলার সাজেদা পারভীন রম্ননু,মনির হোসেন সুইট, উন্নয়ন কর্মী রবিউল ইসলাম রানু, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, নারী নেত্রী নাজমা বেগম, মাজেদা বেগম, সেলিনা আকতার সোমা, এ্যাড. ফারম্নক কবির প্রমুখ।
শনিবার ঢাকার রাজপথে সশরীরে বিক্ষোভ করবেন আজহারি
Indian High Commissioner's meeting with the Prime Minister
আওয়ামী লীগ নেত্রী এবার উপজেলা মহিলা দলের সভাপতি!
সমাবেশে বক্তরা বলেন, ঘাঘট লেকের দুইপাড়ে দখলকৃত জমি দখলদার মুক্ত করা, কচুরিপানা পরিস্কার করে সৌন্দর্যময় করা, দুইধারে হাঁটার পথ তৈরি করা, মশার উপদ্রব কমাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ময়লা আবর্জনা মুক্ত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থার দর্শনার্থীদের বসার ব্যবস্থ করার দাবী জানান।
বক্তরার আরো বলেন গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসার উন্নত না হওয়ার প্রতিদিন সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেলে রেফার্ড করে কর্তব্যরত ডাক্তাররা এতে রাসত্মায় দীর্ঘ সময় লাগায় রোগীর মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত, এছাড়া হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির কারণে রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। মাতৃসদন ও হাসাপাতালের চিকিৎসা সেবা উন্নত করাসহ পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ রড়্গারও দাবি জানানো হয়। এছাড়াও পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জোর দাবী জানান হয়।
মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি,গাইবান্ধা