Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

শেরপুরে নিখোঁজের ৭ দিন পর প্রেমিকার দ্বিতীয় বয়ফ্রেন্ডের বাসার মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪, ১২:৪০ পিএম
শেরপুরে নিখোঁজের ৭ দিন পর প্রেমিকার দ্বিতীয় বয়ফ্রেন্ডের বাসার মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর ১১নভেম্বর সোমবার রাত ১১টার সময় সুমন (১৭) নামের মরদেহ শেরপুর পৌরশহরের সজবরখিলা মহল্লা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার মো: নজরুল ইসলামের ছেলে।

 

 এ ঘটনায় শহরের বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শিক্ষক মো. আজিম উদ্দিনের মেয়ে

সুমনের প্রেমিকা আন্নি আক্তার (১৯) ও তার আরেক প্রেমিক শহরের সজবরখিলা এলাকার মো. ফোরকান পুলিশের ছেলে রবিন(১৯), আন্নির বাবা মো. আজিম উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন এবং আন্নি একই কলেজে পড়াশোনা করার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে রবিন নামের আরেক ছেলের সাথে আন্নি প্রেমে জড়িয়ে পড়ে। এমতাবস্থায় সুমনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে আন্নি এবং বিয়ে করার কথা বলে গত ৪নভেম্বর সুমনকে বাড়ি থেকে ডেকে আনে আন্নি। এরপর থেকেই সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

 

এঘটনায় সুমনের বাবা শেরপুর সদর থানায় জিডি করেন পরে কয়েকজনের নাম উল্লেখ করে তাপহরণের মামলা করেন। পরে পুলিশ মামলাটির তদন্তের পাশাপাশি আন্নি এবং আন্নির বাবা আজিম উদ্দিনকে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যমতে দ্বিতীয় প্রেমিক রবিনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে বাড়ির উঠানে সুমনকে মাটি চাপা দেওয়া হয়েছে বলে স্বীকার করে। পরে পুলিশ রবিনকে নিয়ে তার তথ্যমতে যে জায়গায় মাটি দেওয়া হয়েছে সেইখানে অভিযান চালিয়ে মাটি খুড়ে সুমনের লাশটি উদ্ধার করে। 

 

পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মূল আসামিসহ ৩জন গ্রেপ্তার হয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মনিরুজ্জামান মনির শেরপুর জেলা প্রতিনিধি

Leave a comment