Dhaka, শনিবার, এপ্রিল ৫, ২০২৫

শেরপুরে ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৫, ০২:১০ পিএম
Bangla Today News

 

মনিরুজ্জামান মনির শেরপুর প্রতিনিধি:

“আমরা যুব, গাই জীবনের জয়গান, দু’হাত বাড়িয়ে করি সম্প্রীতির আহ্বান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত  হয়েছে ইয়্যুথ ক্যাম্পেইন। ২৯ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায়  জেলা শিল্পকলা একাডেমী থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

পরে  স্বাবলম্বী উন্নয়ন সমিতি নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সৈয়দা সালিহা ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম,  শেরপুর জেলা নাগরিক প্লাটফ্রম এর আহ্বায়ক অবঃ সহকারি অধ্যাপক আবুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, যুব ফোরামের সদর উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান শামীম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে রুপান্তরের সহযোগিতায় ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে বিগত ২০২৩ সাল থেকে শেরপুর জেলায় আস্থা প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় যুবনীতি ২০১৭ সালর আলোকে যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠন ইত্যাদিসহ স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম বাস্তবায় করা যাচ্ছে।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a comment