Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

৮ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে কর্মচাঞ্চল্য শুরু

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৫, ১০:৪৪ পিএম
Bangla Today News

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে ভারতে মাছ রফতানির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এর ফলে বন্দরে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

আখাউড়া স্থলবন্দর মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা আট দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ছিল।

তিনি আরও জানান, আজ সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রফতানির মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম আবারও স্বাভাবিক গতি পেয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

তবে, বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস দাফতরিক কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. আব্দুস সাত্তার এবং কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরী।

Leave a comment