Dhaka, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

ক্ষমা চাইলেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

সিয়াম ইসলাম

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৪৮ পিএম
Bangla Today News

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষিকা তাহমিনা রহমান, ফিলিস্তিনের গাজার সমর্থনে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করা নিয়ে তার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি তার ভুল স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করেন।

তাহমিনা রহমান তার পোস্টে লিখেছেন, "৭ এপ্রিল, ২০২৫-এ গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাটি নিয়ে আমি কিছু বলতে চাই। আমার কথার ভুল বোঝাবুঝির কারণে যে গভীর কষ্ট ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি কখনোই ফিলিস্তিন ও গাজার মজলুম মুসলিমের ওপর ইসরায়েলের ঘৃণিত হত্যাযজ্ঞ সমর্থন করিনি, এখনো করি না, কখনোই করব না।"

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট নিয়ে তিনি বলেন, "যে স্ক্রিনশটগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে, তা আমার প্রকৃত মনোভাবকে প্রতিফলিত করে না। এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমার কথাগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমি নিঃসন্দেহে গাজা ও তার জনগণের পাশে আছি, তাদের ন্যায়বিচার ও স্বাধীনতার দাবিকে কঠোরভাবে ও গভীরভাবে সমর্থন করি। ফিলিস্তিনের মুসলমানদের হত্যার জন্য আমি ইসরায়েলের করুণ ধ্বংস চাই, মনে প্রাণে চাই, আল্লাহর কাছে চাই।"

শিক্ষার্থীদের ক্লাস বর্জনের বিষয়ে তাহমিনা রহমান বলেন, "আমার শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনটি ছিল কিছুটা বিকালের দিকে। আমি সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় না থাকার জন্য আমি বুঝতে পারিনি এটি পুরো বিশ্বের ও বাংলাদেশের শিক্ষার্থীদের একটি সম্মিলিত প্রতিবাদ। আমি নিতান্তই আমার নিজ ব্যাচের সেকশনের কিছু শিক্ষার্থীদের সিদ্ধান্ত ভেবেছিলাম, তাই আমার প্রতিক্রিয়া এরূপ ছিল। তবে সেটি হলেও আমার এইরূপ প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। এই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।"

তিনি আরও বলেন, "আমার শিক্ষার্থী, সহকর্মী, বন্ধু এবং এই ঘটনার দ্বারা যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন।"

উল্লেখ্য, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের অনুপস্থিত দেখানোর হুমকি দিয়েছিলেন শিক্ষিকা তাহমিনা রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।


 

Leave a comment