কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
রোববার (২৪ নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তারা।
ইউক্রেনের মানচিত্র দেখানোয় ত্রুটি, ক্ষমা চাইলো ফিফা
India-Pakistan face to face in exciting fight night
সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল, বিপরিতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতে ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জিতে দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সেরাটা দিতে পারেনি সেলেসাওরা।
এদিকে প্রথম সেমিফাইনালে প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আগামীকাল (সোমবার) শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এর আগে একই ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচে ইকুয়েডরকে ৭-১ গোলে হারায় আর্জেন্টিনা। আবার কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে।