মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব জয় করেছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার (১৪ ডিসেম্বর) ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ এই পুরস্কারের ঘোষণা দেয়।
এমবাপ্পে, যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলেন, তবে এই পুরস্কারটি তিনি পিএসজির হয়ে শেষ মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য অর্জন করেছেন। গত মৌসুমে পিএসজির হয়ে তিনি ৫২ গোল করেন এবং দলকে জেতান লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ। ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি দলকে ইউরো ২০২৪ এর সেমিফাইনালে নিয়ে যান।
Who is this Ashutosh storming the IPL?
বিজয়ের দিনে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়
বিপিএলে চমক দেখিয়ে সুন্দরী মডেল নিয়োগ দিল চট্টগ্রাম কিংস
এটি এমবাপ্পের জন্য চতুর্থবার ফ্রান্সের সেরা ফুটবলারের খেতাব। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর ২২ ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি।
এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা, তৃতীয় স্থানে এসি মিলানের গোলরক্ষক মাইক মেইগনান, এবং চতুর্থ ও পঞ্চম স্থানে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ সতীর্থ এডুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়ান চুয়ামেনি রয়েছেন।