নওগাঁ জেলা থেকে হাবিব আমজাদের ভিডিও তথ্য চিত্রে দেখুন বিস্তারিত
আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ৬ জনের বিরুদ্ধে রাস্তায় গ্রাহকরা
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতৃত্বে দেবাশীষ-বিজন
পাওয়া গেল মাটির নিচে ফজলে করিম চৌধুরীর ‘আয়নাঘর’
কয়েক মাস আগে নওগাঁ আত্রাই নদী পানি শূন্য দেখা গিয়েছিল। নদীর যে কোন জায়গা দিয়ে যাতায়াত করতো দুই পারের লোকজন। সেই নদীতে বন্যার পানি ঢুকে ভরপুর হয়ে গেছে। আশঙ্কায় রয়েছে নদীর দুই ধারে বসবাসকারী লোকজন। তবে যেকোনো সময় যেকোন জায়গা ও বেড়িবাঁধ ভেঙ্গে যেতে পারে।নদীর পানি এখনো বাড়তিই রয়েছে। নদীর দুই ধারে রাস্তার ভাঙ্গন দেখা গিয়েছে কিছু জায়গায়।
পানি না কমলে কিছু কিছু জায়গা আটকানো অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে নদীর দুই ধারের মানুষ খুব চিন্তায় রয়েছে।
নদীতে কিছু লোকজনদের খেয়া জাল দিয়ে মাছ ধরতে দেখা গিয়েছে। তারা বলেন নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, মাছ বেশি পাওয়া গেলে বাজারে বিক্রয় করা হয়।নদীর পানি যখন বাড়ে তখন দুই ধারের মানুষকে দুশ্চিন্তায় থাকতে হয়। কিছু কিছু জায়গা মেরামত করলে কিছুটা চিন্তা মুক্ত থাকা যায় বলে জানান।