GOVT JOBS: AGE LIMIT RECOMMENDED FOR MEN 35, WOMEN 37
রাতে স্বামীর সঙ্গে বের হয়ে ভোরে পাওয়া গেল স্ত্রীর রক্তাক্ত দেহ
ঝিনাইদহে আওয়ামী লীগের সাবেক দুই এমপির জামিন
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পালানোর চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গেলো শুক্রবার ( ৪ অক্টোবর ) ভোর ৬ টায় বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নীলফামারী জেলার পলাশবাড়ী ইউনিয়নের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (২০) এবং দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় (২৫) ।
বিজিবি সূত্রে জানা যায়, দুজনই দালাল চক্রের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল, ঘটনাস্থলেই বিজিবি তাদেরকে আটক করেন। তাদের বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, "আমাদের সদস্যরা সজাগ থাকায় এই ঘটনাটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে আমরা সর্বদা তৎপর রয়েছি।"
জুবায়ের হোসাইন, জেলা প্রতিনিধি।