Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

গোবিন্দগঞ্জে হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করে।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৪, ০৫:১৫ এএম
Bangla Today News

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম ফয়ছাল সজিবকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর, ২০২৪) বিকেলে কাটাবাড়ী ইউপির বাগদা বাজারে মানববন্ধনের আয়োজন করে কাটাবাড়ীবাসী। 

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা সজিবকে রাজনৈতিক ও পরিকল্পিতভাবে হয়রানি করতে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানান।  তারা আরও বলেন, পাভেল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় এনে নিরাপরাধীদের হয়রানি না করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- থানা বিএনপির সদস্য ইয়াহিয়া প্রধান পাপ্পু, কাটাবারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আ. কাইয়ুম মেম্বার, জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক ও উপজেলা জাসাস এর যুগ্ম সম্পাদক বাদশা আকন্দ, কাটাবাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক খায়রুল আনাম জোহা,  যুগ্ম আহবায়ক খসরু মাহমুদসহ এনামুল, সাবেক সভাপতি লুৎফর রহমান খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন যুবদলের শিপন, আমিরুল, আ. মান্নান প্রমুখ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ ডিসেম্বর ইউনিয়ন যুবলীগ নেতা পাভেল হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামী কাটাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিন ফয়ছাল সজিব।
 

Leave a comment