Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রামে চবি উপাচার্য "শিক্ষার্থীদের অধিকতর যত্নশীল হয়ে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৪, ০৩:০৩ এএম
Bangla Today News




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৬ অক্টোবর ২০২৪ বেলা ১১:০০ টা থেকে সকল বিভাগ/ইনস্টিটিউটে একযোগে শুরু হয়েছে। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামসমূহ পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। মাননীয় উপাচার্য এবং উপ-উপাচার্যদ্বয় চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, লোকপ্রশাসন বিভাগ, বাংলাদেশ স্টাডিজ বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ, গনিত বিভাগ এবং ওশানোগ্রাফি বিভাগের ভিন্ন ভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের চবি’র অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি একটি তীব্র প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চবি’র বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে ভর্তির সুযোগ লাভ করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের অধিকতর যত্নশীল হয়ে মেধা ও মননের বিকাশ ঘটিয়ে দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’ মাননীয় উপাচার্য আরও বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যদিয়ে এ দেশের শিক্ষাঙ্গনসহ প্রতিটি ক্ষেত্রে সংস্কারের অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে পারলেই  দেশ-জাতির কাঙ্খিত সাফল্য অনিবার্য। তিনি নবীন শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে শ্রেণিকক্ষে মনযোগী হয়ে গুণী শিক্ষকদের সান্নিধ্যে তাঁদের আদেশ-উপদেশ মেনে পড়া-লেখায় অধিকতর মনোনিবেশ করে নিজেদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি ছাত্র-জনতার গণআন্দোলনে অর্জিত এ নতুন বাংলাদেশে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, ‘ক্যাম্পাসের হারানো একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করছে।’ তিনি এ ক্যাম্পাসকে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে শিক্ষার্থীসহ সকল মহলের সহযোগীতা কামনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার আহবান জানান।

মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের নতুন বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, ‘একাডেমিক কারিকুলামকে প্রাধান্য দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষাঙ্গনের একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে মাননীয় উপাচার্যের নেতৃত্বে চবি প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্ম-পরিকল্পনা গ্রহণ করেছে; যার ফলশ্রুতিতে একাডেমিক কার্যক্রমে সশরীরে ক্লাস চালু করতে সক্ষম হয়েছে।’ মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) এ জন্য চবি মাননীয় উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

চবি রাজনীতি বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উক্ত বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে উক্ত বিভাগের বরিষ্ট শিক্ষক প্রফেসর ড. ভূঁইয়া মোঃ মনোয়ার কবীর, প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী উপস্থিত ছিলেন। চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ফাইন্যান্স বিভাগের প্রফেসর এস. এম. নসরুল কদির, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, প্রফেসর ড. জান্নাত আরা পারভীন, প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং উক্ত বিভাগের শিক্ষক চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বক্তব্য রাখেন। চবি গনিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বক্তব্য রাখেন। চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উক্ত বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার বক্তব্য রাখেন। চবি ওশানোগ্রাফি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ অহিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে স্ব স্ব বিভাগের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ, নবীন শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
হৃদয় হোসেন 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
 

Leave a comment