ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে হিজবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন। সোমবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন, হিজবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম হায়দার, আইম্মায়ে হিজবুল্লাহ সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, যুব হিজবুল্লাহ সভাপতি মাওলানা আরিফুর রহমান, ছাত্রহিজবুল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিকসহ জমিয়াতে হিজবুল্লাহ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, আল্লাহ যাকে বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ প্রেরণ করেছেন তাকে নিয়ে ভারতে কটাক্ষ ও কটুক্তি করা হয়েছে। যা মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভারত সরকার যতক্ষণে তার সুষ্ঠ বিচার না করবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চলছে চলবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।
পদ্মায় অবৈধ ইলিশ সম্পদ রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন- জেলা মৎস্য দপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অতিরিক্ত সচিব (প্রশাসন)
এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর
রাতে স্বামীর সঙ্গে বের হয়ে ভোরে পাওয়া গেল স্ত্রীর রক্তাক্ত দেহ
মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধিঃ-