Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

সৌদিতে কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৪, ১০:২০ এএম
Bangla Today News

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কাবা শরিফের গিলাফ উপহার পেয়েছেন। সম্প্রতি জেদ্দাস্থ সচিবালয়ে এক অনুষ্ঠানে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ এই সম্মাননা স্মারক উপহার প্রদান করেন।

উপহার প্রাপ্তির পর ড. খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উপহারকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনকে আরও গভীর করবে। সৌদি আরবের প্রেস এজেন্সি জানিয়েছে, কাবা শরিফের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয় এবং পুরনো গিলাফের অংশ বিশেষ সম্মাননা হিসেবে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার দেওয়া হয়।

Leave a comment