ছাত্রলীগের আবরণে নতুন দল, জানা গেল দায়িত্বশীলদের নাম
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কারাগারে
রাজধানীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
কুমিল্লা বুড়িচং রাজাপুরের উত্তরগ্রাম দক্ষিণপাড়া কবরস্থানের পাশ থেকে ১৪০ কেজি গাঁজাসহ ফিরোজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত ভোর রাতে জেলার বুড়িচং উত্তরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
আটককৃত আসামি মোঃ ফিরোজ মিয়া (৪২) জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের মৃত হুমায়ুন কবির, সাং-উত্তরগ্রাম দক্ষিণ পাড়ার মৃত হুমায়ূন কবিরের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) নুরুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরগ্রাম দক্ষিণপাড়া কবরস্থানের পাশ থেকে ১৪০ কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত আসামি ফিরোজের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি