Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

সেনাবাহিনী উদ্যােগের রাজস্থলীতে কেন্দ্রীয় পুঁজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪, ০৫:৫০ এএম
Bangla Today News

 

রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ৫৬ বেঙ্গলের আয়োজনে কাপ্তাই জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল এর পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার কেন্দ্রীয় রাজস্থলী বাজার শ্রী শ্রী হরি মন্দিরের পূজা মন্ডপে  অনুদান প্রদান করেছেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফারহান আবরার কবির। ৮ অক্টোবর বুধবার সকালে রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে গিয়ে উৎসব উদযাপন পরিষদের সভাপতি মিঠুন চন্দ্র দে ও সাধারণ সম্পাদক রুপন দাস এর হাতে অনুদান প্রদান করেন। অনুদান প্রদান কালে ক্যাম্প কমান্ডার মাননীয় জোন কমান্ডারের নির্দেশে বলেন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে জন্য কাপ্তাই উপজেলায় অবস্থিত প্রতিটি পূজা মন্ডপে প্রতিদিন সেনাবাহিনীর টহল রয়েছে।সাথে আইনশৃঙ্খলা সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগে ড্রোনের মাধ্যমে পুঁজার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলে জানান। রাজস্থলী উপজেলা ঘিলাছড়ি ইউনিয়ন ১ টিও বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩.টি পূজা মন্ডল রয়েছে বলে পূজা উদযাপন কমিটি গণমাধ্যম কে জানান। তিনি আরো বলেন যৌথ বাহিনীসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশে সেনাবাহিনী সর্বদা সার্বিক সহযোগিতা পাশাপাশি নিয়োজিত  সজাগ রয়েছে বলে জানা যায়।

চাইথোয়াইমং মারমা
রাজস্থলী  (রাঙ্গামাটি) প্রতিবেদক 

Leave a comment