Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

এখতিয়ার বাড়লো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

সিয়াম ইসলাম

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪, ০৮:১১ এএম
Bangla Today News

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখতিয়ার বাড়ানো হয়েছে। মূলত, রাষ্ট্রপতির ক্ষমতাবলে এ বিষয়ে Rules of Business 1996-এ প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। বিশেষ সহকারীর কাজের পরিধি বাড়াতে ব্যবসার নিয়মে নতুন ধারা যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব আবদুর রশিদ স্বাক্ষরিত রুলস অব বিজনেসের এই সংশোধনী গেজেট আকারে প্রকাশ করা হয়।

 

এই সংশোধনী অনুযায়ী, বিশেষ সহকারীরা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পাবে। এক্ষেত্রে বিধি তিনটি 'বি'-এর ক্লজ 2-এর পরে 2 'A' যোগ করা হয়েছে।

 

সেখানে বলা হয়, 'প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় বা বিষয়ে পারফরম্যান্সের জন্য একজন বিশেষ সহকারীর দায়িত্ব দিতে পারেন। একজন বিশেষ সহকারী প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময়ে তাকে অর্পিত কার্যনির্বাহী কার্যাবলী এবং বিশেষ কার্যাবলী সম্পাদন বা নিষ্পত্তি করবেন।'

 

রুলস অব বিজনেসের আগের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী জনস্বার্থে উপদেষ্টা ও বিশেষ সহকারী নিয়োগ দিতে পারেন। পূর্ববর্তী শর্তাবলী অনুসারে, প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং বিশেষ সহকারীকে সহায়তা পরিষেবা এবং সহায়তা প্রদানের দায়িত্ব অর্পণ করতে পারেন। প্রধানমন্ত্রীর অর্পিত কাজ তারা সম্পন্ন করবেন।

 

উল্লেখ্য, ছাত্র অভ্যুত্থানের পর শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত দুজন বিশেষ সহকারী নিয়োগ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ ও মাহফুজ আলমকে দুই বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।



 

Leave a comment