টাঙ্গাইলের ভূঞাপুরে সড়কের পাশে মিলল সাইফুল(৪০) নামে এক মাংস ব্যবসায়ীর লাশ। পরিবারের দাবি কেউ হত্যা করেছে আর পুলিশ বলছে তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর আসল কারন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের পাশে সাইফুলের মরদেহ পাওয়া যায়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপি'র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
ছাত্রদল সম্পাদকের বক্তব্যের নিন্দা ঢাবি শাখা শিবিরের
বিচার ও সংস্কার কতটুকু হলো ‘কড়ায় গণ্ডায়’ জবাব নেব : নাহিদ
পরিবার সুত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম ইউনিয়নের কুকাদাইর গ্রামের বাসিন্দা। সাইফুল কিছুদিন যাবৎ তার স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় থেকে মাংসের ব্যবসা করেন। গতকাল বুধবার গোবিন্দাসী বাজারের ব্যবসায়ী আকরাম ও লিয়াকত ফোন করে সাইফুলকে ঢাকা থেকে এলাকায় আসতে বলে। পরে আজ সকালে রোডের পাশে তার লাশ পাওয়ার খবর শুনেন। তাদের দাবি সাইফুলকে কেউ হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
ঘটনার বিষয় নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, খবর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করেছি। তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।