বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)
টাঙ্গাইলের ভূঞাপুরে সড়কের পাশে মিলল মাংস ব্যবসায়ীর লাশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপি'র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যায় বিভিন্ন রোগাক্রান্ত ৪০০ শত জনের মাঝে ব্যবস্থা পত্র ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার চাটকিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে
জাতীয়তাবাদী ফার্মাসিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ বারেক প্রমূখ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মাসিষ্ট কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাজমুল আহসান, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম শিকদার, সদস্য নুর মোহাম্মদ প্রমুখ।
এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নয়াবিল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ স্থানীয় ফার্মাসিষ্ট নেতারা সার্বিক সহযোগিতা করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের শিশুসহ নারী-পুরুষগণ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিনামুল্যে ঔষধ ও ব্যবস্থা পত্র পেয়ে সেবা গ্রহীতারা সংগঠনের নেতৃবৃন্দদের প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।
মনিরুজ্জামান মনির
শেরপুর জেলা প্রতিনিধি