Dhaka, মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

রোববারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি

Siam Islam

Siam Islam

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪, ০১:৩৪ পিএম
Bangla Today News

আগামী রোববার (১৩ অক্টোবর) ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে আগে ছাত্রলীগ নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ দিয়ে শুরু করি, তাহলে আওয়ামী লীগ ধরা পড়বে। সাত দিন সময় দিয়েছি, যা রবিবার শেষ হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হলে সোমবার থেকে আন্দোলন শুরু করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি বারান্দায় এই সভা অনুষ্ঠিত হয়। মাহমুদুর রহমান বলেন, 'আপনারা এখানেও দাবির সমর্থনে আন্দোলন করবেন। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ঢাকায় মাঠে থাকব। তুমি এখানে মাঠে থাকবে।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কাঁধে বসে থাকা জালিম শাহী পড়ে যান। এই বিপ্লবকে বিভ্রান্ত করা যাবে না। অতীতে শেখ হাসিনার অপকর্মের আলোচনা এখন অনেকটাই প্রশমিত হয়েছে। আমরা তার দানবীয় কাজগুলো ভুলে যেতে শুরু করেছি। কারণ আমরা আওয়ামী লীগের অপকর্মের কথা বলছি না, সুবিধাবাদীরা কথা বলার সুযোগ পাচ্ছে। তাই বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে লড়াই চালিয়ে যেতে হবে। এছাড়া এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ এই সরকার টিকে না থাকলে ভারতীয় সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে সুবিধাবাদীরা মাথা তুলতে পারবে না।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আবদুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডাঃ ওবায়দুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a comment