Dhaka, শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

গাইবান্ধা কামারজানীতে পাট গোডাউনে অগ্নিকাণ্ড।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪, ০৩:২৮ এএম
Bangla Today News

 

 

গাইবান্ধা সদর উপজেলা কামারজানীতে পাট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এতে করে প্রায় কয়েক লক্ষ টাকার  পাট পুড়ে ছাই হয় ।  স্থানীয়রা বলেন জহুরুল নামে এক ব্যবসায়ীর  প্রচুর   পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় ,   এ ঘটনা ঘটে( মঙ্গলবার সকাল আটটায় ) স্থানীয়রা বলেন , ১২ নং কামারজানি ইউনিয়ন গোঘাট গ্রামের  জহুরুল মিয়া দীর্ঘদিন থেকে   কামারজানিতে পাটের ব্যবসা করে , কিন্তু হঠাৎ করে আজ মঙ্গলবার তার গোডাউনে ধুয়া দেখা যায়  এর কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দেখা যায় ও আগুন ছড়িয়ে পড়ে, খবর পেয়ে ঘটনাস্থলে গাইবান্ধা ফায়ার সার্ভিসের ২টি  ইউনিট   উপস্থিত হন,ও আগুন নিয়ন্ত্রণে আনেন , এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল মিয়া বলেন কিভাবে গোডাউনে আগুন লাগলো  এটা এখনো বলতে পারছি না। তিনি আরো বলেন গোডাউনে পাট, ভুট্টা, গম, সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার মালামালপুরে পুড়ে ছাই হয়। গাইবান্ধা ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসার মো: নাজিম রেজা নিলু  বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে উপস্থিত হই, সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ   নির্ধারণ করা হচ্ছে, আরো বলেন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এটা এখনো জানা যায়নি

মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি গাইবান্ধা 

Leave a comment