লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন নানান উৎসাহ উদ্দীপনা নিয়ে বিজয় দিবস পালন করেছে এদিন সকাল ৭:০০ টায় বাংলাদেশের পতাকা উত্তোলন ও ছোটদের বড়দের খেলার আয়োজন করেছে নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন। খেলা গুলোর মধ্যে মেয়েদের জন্য চামচ দৌড়,চেয়ার খেলা, বালিশ খেলা, কোরআন প্রতিযোগিতা, ইসলামী সংগীত প্রতিযোগিতা সহ ছেলেদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট ও হাঁসখেলা আয়োজন করা হয়েছে।
15 million cubic feet of gas will be obtained daily from well number 14 of Titus
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
(Father or husband-did not wish to be identified: Marzia Ankhi, owner of Mozia Trend)
এই সকল খেলার শেষে বিকেল দুইটা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মনজুরুল ইসলামের সভাপতিত্বে, সংগঠনের কোষাধ্যক্ষ মো. জাহিদ হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব কামরুল ইসলাম মোল্লা, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিএনসি হোম টেক্সটাইল লিঃ এর পরিচালক জনাব ইমাম হোসেন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মো. সাফায়েত উল্লাহ, জনাব আরিফ হোসেন বাবুল, জনাব ফয়েজুল্লাহ হেলাল মিজি, জনাব নূরুল আমিন, জনাব আব্দুল মালেক, জনাব তাজুল ইসলাম, জনাব আব্দুল্লাহ আল ফারুক, জনাব সফিকুল ইসলাম বাবু, জনাব রফিক উল্লাহ, জনাব মুফতি মাসউদ আলম, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, জনাব নেছার আহমেদ, জনাব তাজুল ইসলাম পাটোয়ারী সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব কামরুল ইসলাম মোল্লা বলেন, ‘নয়নপুরের তরুণরা আজ যা করে দেখিয়েছে তা নিঃসন্দেহে নয়নপুরের ইতিহাসে বিরল। তাদের এই সমাজ নিয়ে ভালো কিছু করার যে প্রবল ইচ্ছা তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সমসময় এই তরুণদের ভালো কাজে পাশে আছি,আমরা নয়নপুর এলাকায় সকলে দলমত নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকবো!’
অনুষ্ঠানের উদ্বোধক জনাব ইমাম হোসেন জুয়েল বলেন, আমি নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে গর্ববোধ করছি, আশা করবো সংগঠনের সদস্যদের শুরুতে যে উদ্যম ও উদ্দীপনা দেখেছি তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি সবসময় তোমাদের পাশে আছি ।
সভাপতির বক্তব্যে জনাব মনজুরুল ইসলাম বলেন, নয়নপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, কারো ব্যক্তিস্বার্থে এই সংগঠন কখনো ব্যবহৃত হবে না। এলাকায় অন্যান্য যে সংগঠনগুলো আছে আমি আশা করবো সবাই সবার জায়গা থেকে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। আপনারা যারা আজকে উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
সকাল থেকে সন্ধ্যা চলা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল,পুরস্কারসামগ্রীর পাশাপাশি সার্টিফিকেট দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোক্তার হোসেন তারেক, হাবিবুর রহমান সোহাগ, রবিউল ইসলাম, জুয়েল, দেলোয়ার, মিরাজ, মুরাদ, হাসান, রিয়াদ, মহিন, ফারুক, মালেক, রুবেলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা ।