নভেম্বরের ২৬ দিনে ডেঙ্গুতে ১৫৬ জনের মৃত্যু
Fire breaks out at clothes godown in Demra; 5 firefighting units working
Again the foreign exchange reserves fell below 20 billion
রাঙ্গামাটি জেলা উপজেলা প্রশাসন যৌথ বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র যৌথ আয়োজনে সারা বিশ্বের ন্যায় রাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।এ দিবসটি উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘উন্নত জীবন ও সুন্দর পরিবেশ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তরে র্যালীসহ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
কারিতাস মাঠসহায়ক রবিউল ইসলাম এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের,সাংবাদিক আজগর আলী খান, পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন দেব উপজেলা ওসি এল এসডি, অশোক ভৌমিক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কারিতাসের উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য উৎপাদনে এখনো অনেক পিছিয়ে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে বক্ত রা জানান।
চাইথোয়াইমং মারমা
রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধি