চলতি নভেম্বর মাসের ২৬ দিনে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু এটি। অক্টোবর মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।
AstraZeneca is withdrawing the vaccine, the country will look into the side effects of those taking the vaccine
The Bay-Terminal project emerged from the 'circle of zero'
JU gets legal notice to pay TK 3 cr for the family of female student who was killed
সবশেষ মঙ্গলবার তার আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাগুলোর হাসপাতালে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২ জন, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ১ জন করে ২ জনের মৃত্যু হয়েছে।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৮৯৮ জন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৮ হাজার ৭১৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।