Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪, ১০:২৫ এএম
Bangla Today News

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যামামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যামামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। এছাড়া ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক তিনি। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমিএ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Leave a comment