Dhaka, শনিবার, মার্চ ১৫, ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১

সিয়াম ইসলাম

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪, ০৫:০২ পিএম
Bangla Today News

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ভাইরাসজনিত কারণে আরও ৪১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তির মধ্যে বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৩ জন রয়েছেন। . এছাড়া রাজশাহী বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৭ হাজার ৪৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৩৭ জন মারা গেছে।

 

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন।



 

Leave a comment