অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, আওয়ামী লীগসহ ১৪ দল নিষিদ্ধ করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল শনিবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সিরাজগন্জে ধান মাড়াই মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
অটোপাসের দাবিতে আন্দোলনের মুখে ঢাকা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগ ঘোষণা
কুমিল্লায় জাপানি সৈনিকদের দেহাবশেষ উত্তোলন, করা হবে ডিএনএ পরীক্ষা
তিনি আরও জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সরকার শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করবে। সংলাপে অংশ নেওয়া দলগুলোকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ অবস্থান বজায় রেখে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবে।