জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যা কথা বলায় রাষ্ট্রপতির নিজের পদত্যাগ করা উচিত। সোমবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আকাশকে শান্ত-নিরীহ হিসেবেই জানত এলাকাবাসী
আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সময় আটক ৫
গল্পে গল্পে পাপনকে খোঁচা ফারুকের
জয়নুল আবেদীন বলেন, "প্রধানমন্ত্রীর কাছ থেকে পদত্যাগপত্র নিয়ে আসা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এখনো তাকে কোনো পদত্যাগপত্র দেননি। শেখ হাসিনা যে পদত্যাগপত্র দিয়েছেন তাতে দেশের মানুষের কোনো সন্দেহ নেই। .
তিনি বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিলেন, এখন তিনি যদি অন্য কিছু বলেন, তাহলে তার নিজের পদত্যাগ করা উচিত।
শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা দলিল নেই- সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পর বিষয়টি সামনে এসেছে রাষ্ট্রপতি মো. সম্প্রতি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।