Dhaka, শনিবার, জানুয়ারী ১১, ২০২৫

গাজীপুরে কারখানা থেকে লুট হওয়া অর্ধকোটি টাকার মালামাল উদ্ধার, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪, ০৭:২২ এএম
Bangla Today News

একটি পোশাক তৈরি কারখানা থেকে লুট হওয়া মালামাল গত মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের বাসন ও কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এসময়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া ৫০ লাখ টাকা মূল্যের ৬ টন কাপড় ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করে পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মো. জয়েন উদ্দিনের ছেলে আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত সোহরাব হোসেনের ছেলে মো. জীবন মিয়া (৩৫), টাঙ্গাইলের নাগরপুর থানার উলাডাব গ্রামের মো. রফেতুলা মিয়ার ছেলে মো. হাসান মিয়া (৪৫) এবং যশোরের মনিপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইসরাফিল হোসেন (২৫) একই জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ রাজিব হোসেন (২৪)।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, গত ১৫ অক্টোবর গাজীপুর মহানগরীর গাছা এলাকার ইউরো নিট ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানায় ডাকাতরা ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। পরে নিরাপত্তা কর্মীদের হাত,পা,মুখ বেঁধে ৬টন কাপড় লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় কারখানার ব্যবস্থাপক খান মিরদাদ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার পর পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। গোপন সংবাদে খবর পেয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে লুন্ঠিত ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। এসময়ে ডাকাতির সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করে।

 

উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন আরো জানান, গ্রেফতারকৃতদের আইনি পক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা প্রতিনিধি 

মোঃ শাহাদাত হোসেন 



 

Leave a comment