Dhaka, বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫

ধানমন্ডিতে শিক্ষার্থী পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪, ১০:২০ পিএম
Bangla Today News

রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী পরিচয়ে একটি বাসায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

ধানমন্ডি থানার এসআই মাসুদ পারভেজ আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার ১৩ জন বাড়িটির দারোয়ানকে মারধর করে। বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরাও ভাংচুর করে। পরে বাসার বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।

পরে এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই মাসুদ। তিনি বলেন, তদন্ত করে আরও বিস্তারিত জানানো হবে।

Leave a comment