Dhaka, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

গলায় দড়ি বাঁধা অবস্থায় পুকুরে মিললো ছোট্ট মুনতাহার লাশ; হত্যার অভিযোগে প্রতিবেশী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪, ০৮:৪৪ এএম
Bangla Today News

নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাটে পুকুর থেকে মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির প্রতিবেশী এক নারী ও তার মেয়েকে আটক করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) ভোরে মুনতাহার বাড়ির পাশের পুকুরে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, ভোর ৪টার দিকে মুনতাহার নিথর দেহ বাড়ির পুকুরে পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল এবং শরীরে ক্ষতচিহ্ন দেখা গেছে, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

গত ৩ নভেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর থেকে মুনতাহার সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজে পোস্ট দেওয়া হচ্ছিল। কিছু প্রবাসী তাকে খুঁজে পেতে সাহায্যকারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন।

Leave a comment