DR MUHAMMAD YUNUS CONGRATULATES TRUMP ON HIS VICTORY
কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার
I ADVISED SHAKIB NOT TO RETURN -ADVISER ASIF MAHMUD
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আবারও অভিনব কায়দায় সেচ এবং শিল্পের ১৫টি মিটার চুরির ঘটনা ঘটেছে৷ এতে করে সেচ প্রকল্প এবং পাওয়ার লুম শিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে। আবার বরাবরের মতো মিটারচুরি করে সেই পুরোনো কায়দায় মিটার বক্সের মধ্যে একটি টোকেন নাম্বার রেখে গেছে চোর চক্রটি।
শনিবার (০৯ নভেম্বর) দিবাগত রাতে জেলার কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রাম থেকে ৫টি, কাজিপুরা গ্রাম থেকে ৩টি ও ঠাকুরঝীপাড়া গ্রাম থেকে ৭টি মিটার চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কামারখন্দের হায়দারপুর গ্রামের মিটার মালিক জামাল সরকার জানান, সকালে আমার ভাই মেশিন ঘরে গিয়ে দেখে ঘরের সাথে লাগানো মিটারটি নেই। মিটারের জায়গায় খালি বক্সের ভিতরে একটি টোকেনের সাথে একটি ফোন নাম্বার লেখা। পরে আরো কয়েক জায়গায় খোঁজ নিয়ে দেখা যায় তাদের মিটারও নেই । পরে ওই নাম্বারে ফোন দিলে চোর চক্রটি বলে এখন ঘুমাচ্ছি পরে ফোন দেন।
একই উপজেলার ঠাকুরঝিপাড়া পাড়া গ্রামের হাজী মুজাম্মেল জানান, আমি একটা দরকারে রাজশাহীতে এসেছি, সকালে আমার বাড়ি থেকে ফোন দিয়ে বলে মিটার চুরি হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখি শুধু আমার মিটার নয় আমার গ্রাম থেকে ৬টি মিটার চুরি হয়েছে। প্রতি মিটারের জন্য পাঁচ হাজার টাকা দিলে মিটার ফেরত দিবে চোর চক্রটি।
কামারখন্দ পল্লী বিদ্যুৎ এর সহকারী জেনারেল ম্যানেজার মোক্তার হোসেন জানান, আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। কয়টি মিটার চুরি হয়েছে তা তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহন করবো।
এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো৷
আমিরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি