I ADVISED SHAKIB NOT TO RETURN -ADVISER ASIF MAHMUD
15 million cubic feet of gas will be obtained daily from well number 14 of Titus
হজের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০-বিজিবি দায়িত্ব প্রাপ্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
গত ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর এ চার দিনে সুলতানপুর ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি কর্তৃক) তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাঁজি ১৪৪০ পিছ, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিছ ভাসমল মলম ২৭০ পিছ, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসলিন জেনারেটর মেশিন ১ টি, বাংলাদেশী রাবার পাত ৪৫ পিছ, বাংলাদেশী অটোরিক্সা ২ টি, বাংলাদেশ সিএনজি ১টি, বাংলাদেশী মশার কয়েল ৩৬৫০ পিছ এবং ১টি প্রাইভেট গাড়ী।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি