Dhaka, মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

আওয়ামী লীগ কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪, ০১:৩৫ পিএম
Bangla Today News

ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিএনপির মহানগর ইউনিটের নেতাকর্মীরা। রবিবার (১০ নভেম্বর) এই এলাকায় বিএনপির এই বিক্ষোভের চিত্র দেখা গেছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একে একে বিক্ষোভে যোগ দেবেন।

এদিকে শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানের নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র ফোরাম, বাসদ (মার্কসবাদী), জাতীয় গণফ্রন্ট, নাগরিক ঐক্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, এবং জাতীয় গণফ্রন্ট।

শহিদ নূর হোসেনের স্মরণে এবং “অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার” দাবিতে রবিবার বিকেলে গুলিস্তানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে, একই সময়ে সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Leave a comment