৪৪তম বিসিএসে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাতিল
১৪ জন নেতাকর্মী নিয়ে ধানমন্ডিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল
Announcement of closure of educational institutions in 5 districts of the country including Dhaka
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের দশম ম্যানেজমেন্ট দিবস পালিত হয়েছে।
আজ ১৮ নভেম্বর (সোমবার) সকাল ১১:০০ ঘটিকায় ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।
এরপর কেক কেটে রাবিপ্রবি’র আর্থিক,প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা দশম ম্যানেজমেন্ট দিবসের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসিফা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সপ্তর্ষি চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা।
এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ নভেম্বর যাত্রা শুরু করে রাবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগ। যাত্রা শুরুর পর থেকে ৯ নভেম্বর ম্যানেজমেন্ট দিবস হিসেবে পালন করে আসছে বিভাগটি।
রাবিপ্রবি প্রতিনিধি