Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

৪৪তম বিসিএসে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০৭:৩৭ এএম
Bangla Today News

৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাকি ১১ হাজার ৭৩২ পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার বিষয়ে শিগগিরই জানানো হবে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ পরীক্ষার্থীর মধ্যে ১৮ জুলাই পর্যন্ত ৩ হাজার ৯৩০ পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করে ৮ অক্টোবর। তৎকালীন কমিশন পদত্যাগ করে।

 

 

মৌখিক পরীক্ষায় সমতা বজায় রাখার জন্য পূর্ববর্তী কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১-এর আংশিক মৌখিক পরীক্ষা অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার্থী ১১ হাজার ৭৩২ জন। মৌখিক পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

 

Leave a comment