ঢাকার মহাখালীর আমতলীতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গেটের কাছে অবস্থান নিয়েছে এবং কলেজের বাইরের সড়কের একপাশে পুলিশ মোতায়েন রয়েছে।
সোমবার একই দাবিতে কলেজের শিক্ষার্থীরা সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করে। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় ফের সড়ক অবরোধ করে তারা। রাত সাড়ে ৯টার দিকে অবরোধ শেষ করে মঙ্গলবার তারা আলোচনায় বসার কথা ঘোষণা করেন। ইতিবাচক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আজ সকাল থেকে ‘কলেজ বন্ধ’ কর্মসূচি পালন করা হবে।
অসুস্থ খালেদা জিয়া, স্থগিত হলো মুক্তিযোদ্ধা সমাবেশ
কাফনের কাপড় পরে সেন্ট মার্টিনবাসীর সড়ক অবরোধ
The dead body of the young man was floating in Hatirjheel
তিতুমীর কলেজের শিক্ষার্থী শাফায়েত শফিক গণমাধ্যমকে জানান, আজ তাদের ‘কলেজ বন্ধ’ কর্মসূচি চলছে। ক্লাস নেই, পরীক্ষা নেই। তারা গেটের সামনে অবস্থান নিয়েছে।
এদিকে শিক্ষার্থীদের অবস্থানের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার এএফএম তারিক হোসেন খান বলেন, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে কর্মসূচি পালন করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে তা নিশ্চিত করবে পুলিশ।