Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

মানিকগঞ্জ লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক কারাগারে থাকায় বিদ্যালয়ে পাঠদানে ব্যাহত।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪, ০৭:০৬ এএম
মানিকগঞ্জ লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক কারাগারে থাকায় বিদ্যালয়ে পাঠদানে ব্যাহত।

 

 

মানিকগঞ্জ সদর উপজেলা লেমুবাড়ি বিনোদনা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক মোঃ জামাল উদ্দিন রাজনৈতিক মামলায় কারাগারে থাকায় পাঠদানে ব্যাহত হচ্ছে। জানা গেছে, ইংরেজি শিক্ষক জামাল উদ্দিন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।সরজমিনে গিয়ে জানা যায়, জামাল উদ্দিন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে। ইংরেজি ক্লাস নিয়মিত না হওয়ায় সামনের বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা পড়েছে শিক্ষার্থীরা।বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত তাদের ক্লাসে ইংরেজি শিক্ষকের দাবি করে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন বন্ধু রায়ের নিকটে জানতে চাইলে তিনি বলেন,জামাল উদ্দিন আমার বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাস নিতেন। তিনি মানিকগঞ্জ শহরে বসবাস করতেন। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় ১৭ ই নভেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন। তিনি অনুপস্থিত থাকায় বিদ্যালয়ে পাঠদানে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে দ্রুত এ সমস্যার সমাধান হবে।

মোঃ শামীম মিয়া , মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 
 

Leave a comment