ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্তের ওপার থেকে ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে।
Awami League announced the party expenses for the 12th parliamentary elections
Jawad's mother burst into tears hugging the Prime Minister
গুগল ম্যাপের ভুলে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩
ফখরুল বলেন, সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মৌলবাদী দেশ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। আর তাতে সহায়তা করছে প্রতিবেশী দেশের মিডিয়া।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ১৫ বছরে ২০ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। চতুর্দিক থেকে দেশকে আবার অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদী শক্তি।
বিএনপি মহাসচিব বলেন, দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ, কোনো সেক্টর ভালো রাখে নাই।
শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে, তখনই এদেশে বিজয় এসেছে। বাংলাদেশের ছাত্ররাই বারবার দেশে পরিবর্তন এনে দিয়েছে। তারা এক দানবের সঙ্গে খালি হাতে লড়েছে।
আওয়ামী লীগ দেশের অর্থনীতি, সমাজ সব কিছু ফোকলা করে দিয়ে গেছে। কেউ যেন বাংলাদেশের অর্জিত বিজয় কেড়ে নিতে না পারে সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে; বলেন মির্জা ফখরুল।
শেখ হাসিনা পালিয়েছেন, এই কথাটা বেশি প্রচার করা উচিত উল্লেখ করতে তিনি বলেন, হত্যার রাজনীতি যারা করে তাদের পালাতেই হয়।
সম্প্রতি রাজধানীর কয়েকটি কলেজে অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, কলেজে কলেজে মারামারির ঘটনা কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়, এটা একটা চক্রান্ত।