গতকালের "ম্যাজিক্যাল নাইট ২.০" ইভেন্টের একটি অংশ, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা, এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তার বক্তব্যে আসিফ জুলাই আন্দোলনের চিরন্তন গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বক্তব্যের শেষে তিনি বলেন, "সুখে, দুখে, আনন্দ কিংবা বেদনায়, সর্বদা, আমাদের ভাইয়েরা, যারা আমাদের সাথে মিছিলে গুলি খেয়ে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা তাদের সবসময় স্মরণে রাখবো। এবং তাদের স্পৃহা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক সাথে লড়ে যাবো। মাতৃভূমি অথবা মৃত্যু।"
বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি
যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন
The panel announced Team Success in Basis selection
ট্রিপল টাইম কমিউনিকেশন কর্তৃক আয়োজিত এই ইভেন্টে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা, যেমন তাহসান খান, কাকতাল এবং স্থানীয় কাওয়ালি ব্যান্ড কাশিদা, পারফর্ম করেন। এটি ছিল আতিফ আসলামের ঢাকায় চতুর্থ পরিবেশনা, এর আগে তিনি ২০১৩, ২০১৬ এবং চলতি বছরের এপ্রিল মাসে শো করেছিলেন।