আবু তাঈম সিজান নিজস্ব প্রতিবেদক।
'মাতৃভূমি বা মৃত্যু', গতকালকের কন্সার্টে নতুন বাংলাদেশ গড়ার লড়াই নিয়ে বললেন আসিফ
বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি
যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ হোসেন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চর শিবা সাংগঠনিক ইউনিয়নের শুক্রবারিয়া বাজারে ৩০ নভেম্বর রোজ শনিবার বিকেলে গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন করেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
অফিস উদ্বোধনের পাশাপাশি চর কাজল ইউনিয়ন ও চর শিবা সাংগঠনিক ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথসভা এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের সাথে মত বিনিময় করেন তিনি।
অফিস উদ্বোধন কালে নুরুল হক বলেন, এখন অন্তবর্তী সরকার আছে, তারা দেশ পরিচালনা করছেন। এই সরকার হয়তো আরও এক দেড় বছর থাকবে, তারপরে নির্বাচন দিবে। এরপর নির্বাচিত সরকার আসবে।
নুর আরও বলেন, বর্তমানে যারা আছেন তাদের দেশ গুছাতে একটু সময় লাগবে। এখন দেশের এই পরিস্থিতিতে সরকারের বাজেট কম, টাকা পয়সা কম আছে, দেশে নানা রকমের সংকট রয়েছে। যার ফলে বিভিন্ন কাজ করতে সরকারের একটু সময় লাগবে।
তিনি বলেন, এখনই আপনাদের সব সমস্যা, চাওয়া আমি সম্পন্ন করে দিতে পারবো এই প্রত্যাশাটা করা বোধহয় ঠিক হবেনা। কিন্তু আমরা যতটুকু পারবো আমাদের এলাকার স্বার্থে এলাকার কাজগুলো করবো। সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা হোক কিংবা ব্যক্তিগত সমস্যা হোক। সবাই মিলে কাজ করবো, সমস্যা সমাধান করবো। এসময় এলাকার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈম, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম, গলাচিপা উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, চর কাজল ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহবায়ক মোঃ আনিসুর রহমান দফাদার, চর শিবা সাংগঠনিক ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ সোবাহান গাঁজী, চর শিবা সাংগঠনিক ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ নেছার উদ্দিন হাওলাদার সহ সকল পর্যায়ের নেতা কর্মী ও সাধারণ জনগন।
অফিস উদ্বোধনের পূর্বে নুরুল হক নুরকে ফুল দিয়ে বরণ করেন চরশিবা মোহাম্মাদিয়া কারিমিয়া মাদ্রাসার ছাত্ররা।