Dhaka, বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

সাকিবকে ছাড়া ওয়ানডে দল ঘোষণা, অধিনায়ক মিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৪ এএম
Bangla Today News

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। ফলে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে এই তারকা অংশ নেওয়া চরম শঙ্কায়। এমনকি দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারও অনিশ্চয়তায় রয়েছে।

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে মতো ওয়ানডে সিরিজেও মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেবেন। চোটাক্রান্ত নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না টাইগাররা।

 

এছাড়া চোটের কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিমও খেলতে পারবেন না ওয়ানডে সিরিজে। পাশাপাশি চোটের কারণে ছিটকে গেছেন তাওহিদ হৃদয়ও।

দলে ফিরেছেন ব্যাটসম্যান আফিফ হোসেন ও পেসার তানজিম হাসান। চোটের কারণে আফগানদের বিপক্ষে সিরিজে না থাকা লিটন কুমার দাস ও ওই সিরিজে বিশ্রামে থাকা হাসান মাহমুদ ফিরেছেন দলে। প্রথমবার ওয়ানডেতে পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন।

সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বন।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

Leave a comment