এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
কুয়াকাটায় নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো রাস্তার কাজ।
ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ
কুমিল্লা সদর জগন্নাথপুরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় জেলার সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউপির শাহপুর এলাকায় অভিযান তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মো: আব্দুল সাত্তার (৫২) কোতয়ালী মডেল থানার শাহপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে ও মো: পারভেজ (১৫) সদর দক্ষিণ মডেল থানার লালমাই দক্ষিণ কাছার গ্রামের আব্দুল হাই এর ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মীর সিরাজুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর পূর্বপাড়া গ্রামের মো: সহিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেনসিডিল, ৯৩ বোতলের স্কাপসিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মঈন উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামী আব্দুল সাত্তার ও মোঃ পারভেজ এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।