তিলকান্দি আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভারতীয় চ্যানেল সেই রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিশ
খুবিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসেন
জেলা প্রতিনিধি নওগাঁ।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো কুরবানির (দুম্বা) মাংস দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল দশটার সময় জেলা প্রশাসনের কাছথেকে বিভাজনকৃত ২০ কার্টুন দুম্বার মাংস উপজেলার ৪১টি মাদরাসা ও এতিমখানার প্রধানদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
পিড়লডাঙ্গা দারুল হিদায়ার পরিচালক ইনআমুল হক মাদানী বলেন, ”উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান স্যার উপস্থিত থেকে নিজ হাতে বিতরণ করায় প্রকৃত হকদাররা দুম্বার মাংস পেল।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মনছুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) অফিসার মো. সামসুল ইসলামসহ বিভিন্ন মাদরাসা ও এতিমখানার প্রধান।