জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষার মাধ্যমে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের নতুন সুপারিশ অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তাকে সুপারিশ করা হবে। বর্তমানে উপসচিব পদে পদোন্নতির জন্য প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা নেওয়া হয়।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন কমিশন–প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
জাতীয় Read more from
ভোজ্যতেলে ভ্যাট-ট্যাক্স কমালো সরকার
A gust of 60 kmph is forecast in the districts by 1 am
The temperature of Bangladesh today is higher than the Middle East
কমিশন–প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক হবে। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই পরীক্ষা নেবে, এবং পরীক্ষায় ৭০ নম্বর না পেলেই পদোন্নতি পাওয়া যাবে না। এটি শুধুমাত্র উপসচিব এবং যুগ্ম সচিব পদে কার্যকর হবে, পরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে সরকারের বিবেচনা থাকবে।
তিনি আরও বলেন, পরীক্ষায় যে কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পাবেন, তিনি প্রথম স্থান অধিকার করবেন, এমনকি যদি তিনি কাস্টমস ক্যাডারের কর্মকর্তা হন তবুও তিনি তালিকায় শীর্ষে উঠবেন।