Dhaka, শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

পথ শিশুদের জন্য  খাবার বিতারণ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৪ এএম
Bangla Today News

 

মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি,  গাইবান্ধা 
 
মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্য সামনে রেখে  
 Man ForMan Foundation এর আয়োজনে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়,   রোজ শুক্রবার 
  বেকারত্ব দূরীকরণ পাশাপাশি সামাজিক কাজে ও মানবতার সেবায় এগিয়ে, 
 পথের মানুষের মুখে হাসি ফোটাবো এটাই আমাদের কাজ,  কাজকে এগিয়ে নিতে যিনি মুল নেতৃত্ব দিয়েছেন  প্রতিষ্ঠানের পরিচালক  আনোয়ার এইচ রয়েল রানা ,   তার হাত ধরেই এগিয়ে যাবে আমার সংগঠন 
পথশিশুদের নিয়ে তরুণ শিক্ষার্থীদের ভাবনা
আমাদের সমাজে পথশিশুরা  জীবন-যাপন করে শুধু দু’বেলা দু’মুঠো ডাল ভাত খাওয়ার জন্য নয়। ছাদহীন খোলা আকাশের নিচে, রেললাইন ও রাস্তার পাশে আনন্দে সময় কাটানোর জন্যও নয়। ইচ্ছা করে বা কোনো স্বপ্ন পূরণের জন্যও নয়। বরং তারা এই মানবেতর জীবন-যাপন করে বিভিন্ন অপরাধীচক্রের চাপের কারণে অথবা রাজনৈতিক কোনো দলের প্রয়োজনে। অথচ পথশিশুরাও তো মানুষ, তাদেরও তো জীবন আছে, জীবনের ইচ্ছা ও স্বপ্ন আছে। তাদেরও তো স্বাধীন ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাই পথশিশুদের এসব বিষয় নিয়ে  আমরা উদ্যোগ নিয়েছি।
 

Leave a comment