চবি প্রতিনিধি
BRTA's decision to adopt 'no helmet, no fuel' policy for motorcycles
Army Chief General Shafiuddin Ahmed went to the United States
2 pilots took the plane to the river to avoid major damage
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) 'একলা চলো রে' এর আয়োজনে সার্টিফিকেট বিতরণ এবং অধিকার বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের আশেপাশের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে এ শীতবস্ত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। । এর অর্থায়নে ছিলো আল ওয়াকিল ফাউন্ডেশন।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আব্দুল্লাহ এস এম আসিফ, বিশেষ প্রতিনিধি আল ওয়াকিল ফাউন্ডেশন। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন বন্ধুসংগঠন - এক টাকায় শিক্ষা এর পক্ষ থেকে ক্লাসরুম ইনচার্জ থেকে শিহাব শাহরিয়ার শাওন,তাহমিনা আফরোজ সহ-সভাপতি, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট এবং আই ই আর ডিবেটিং ক্লাব এর পক্ষ থেকে জয়েন্ট সেক্রেটারি আলাউদ্দীন আল বোখারী উপস্থিত ছিলেন। এছাড়া একলা চলো রে এর প্রতিষ্ঠাতা স্বাধীন চৌধুরী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহাদত হোসেন এই আয়োজনে উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন একলা চলো রে চবি শাখার সাধারণ সম্পাদক তানভীন কায়েস এবং সঞ্চালনা করেন তাফরিম রেজা মোহাম্মাদ সাজিন।
এসময় সুবিধাবঞ্চিত শিশুদের উদ্দেশ্য প্রতিষ্ঠাতা স্বাধীন চৌধুরী জানান, একলা চলো রে সামনে থেকে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম ও ডিজিটাল পাঠদানের ব্যবস্থা করবেন এবং তাদের মুল লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সকল শিশুর মৌলিক চাহিদা পুরণ করার জন্য কাজ করে যাবেন। এসময় শিশুদের পাঠদান এর ব্যাপারে আরো উৎসাহ প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয় এবং সংগঠনের সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। শিশুদের মৌলিক অধিকার নিয়ে এরকম আরো সহায়কমুলক কাজ সামনে করে যাবে এই আশ্বাস প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।