গ্রীন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
হাসিনা পরিবারের নামেই ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
রাজধানীতে বারান্দায় দাঁড়িয়ে থাকা নারীর মাথায় গুলি লেগে মৃত্যু
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি বলদাখাল এলাকায় (র্যাব)-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মোঃ আব্দুল সালাম (২৮) খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে পাইকারি ও খুচরা মূল্যে মাদক বিক্রয় করে আসছিলো। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার সন্ধ্যায় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।