জানুয়ারিতে দুই দিনের সফরে ঢাকায় আসবে যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠন ইউকে বাংলাদেশ কেটালিস্টস অব কমার্স এন্ড ইন্ড্রাসির (ইউকেবিসিসিআই) ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
মিলেছে জাহাজে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি
AstraZeneca is withdrawing the vaccine, the country will look into the side effects of those taking the vaccine
ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ
মুখপাত্র বলেন, ইউকে বাংলাদেশ কেটালিস্টস অব কমার্স এন্ড ইন্ড্রাসির (ইউকেবিসিসিআই) ১৩ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ৮-১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এ সফরের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণ করা। প্রতিনিধিদলের কর্মসূচি সম্পর্কে রফিকুল আলম বলেন, প্রতিনিধিরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে এনআরবি ব্যাংকিং, অবকাঠামো উন্নয়ন, সরকারের প্রবর্তিত বাণিজ্য নীতি, সুশাসন, পোশাক খাত, ই-কমার্স, এবং বাজার গবেষণাসহ অন্যান্য বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে আগ্রহী।