Dhaka, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সিরাজগঞ্জে ধনিয়া পাতা তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩১ এএম
Bangla Today News




আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
ধনিয়া পাতা তুলতে গিয়ে রেললাইন পার হওয়ার সময় সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে কহিনুর বেগম (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উপজেলার আলোকদিয়ার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কহিনুর আলোকদিয়ার গ্রামের হাসান সিকদারের স্ত্রী। 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তপন ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কহিনুরের বাড়ীর আঙিনায় ছোট একটি দোকানে দোকানদারি করেন। সকালে রেললাইন পার হয়ে ধনিয়া পাতা তোলার জন্য জমিতে যান। সেখান থেকে ধনিয়া পাতা তুলে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a comment