শেরপুরের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিল বলে জানা গেছে।
রোববার (২৯ ডিসেম্বর) জেলার ঘাটশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রতিবেশীর আলমারিতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ, আটক ১
১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে : আখতার
সৌদিতে কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ
দুর্ঘটনায় বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুরের দিকে যাচ্ছিলো। আর রিফাত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজির চালকসহ ৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ।
ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইতোমধ্যে মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও সড়ানো হয়েছে।